04/19/2025 বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাপ
অনলাইন ডেস্ক
৯ জুলাই ২০২৩ ১৫:২৬
রাজধানী ঢাকার বেশির ভাগ হাসপাতাল ডেঙ্গু রোগীতে ভরে গেছে। আলাদা ওয়ার্ড বা ইউনিট চালু করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়তি শ্রম দিয়েও রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছেন না।
এমন পরিস্থিতিতে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছর এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। একই সময় মারা গেছে আরো দুজন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নতুন করে আরো দুটি ওয়ার্ড প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে তিনটি ওয়ার্ড খোলা হলেও রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
একই অবস্থা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের। ঢাকার এসব হাসপাতাল ঘুরে দেখা গেছে, শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এসব রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে।