04/20/2025 সরেজমিনে রোহিঙ্গাদের দিনলিপি
ডেক্সবার্তা
২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২০
রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটি ঘরে ঢুকলাম। কেমন আছে ওরা। চারদিকে পলিথিন মোড়ানো । আলো বাতাসের বালাই নেই। প্রচন্ড গরমে মনে হলো কোন গনেগনে চুল্লীর ভিতরে ঢুকেছি। কয়েকটি মিনিট মাত্র।ঘামে ভিজে একাকার। গোসল হয়ে গেল। এতেই শেষ নয়।পানির কলগুলো নষ্ট । অনেক কলে পানি নেই। দায়সারা গোছের বসানো কল। হাতে ব্যান্ডেজ বাধা কেন জিজ্ঞাসিতেই উত্তর গুলি লেগেছিল। বাংলাদেশের ডাক্তার ব্যান্ডেজ বেধে দিয়েছে।বউ বাচ্ছা নিয়ে চলে এসেছে সে। পাশের মেয়েটি কে। বললো ভাতিজি। ওর ৪ বোনের সবাইকে ধর্ষন করে মেরে ফেলেছে, বাবা মাকে পুড়িয়ে মেরে ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনী ও মগ মিলিশিয়ারা। ও একাই বেচে আছে কঠিন পৃথিবী দেখতে এবং ধুকে ধুকে মরতে। দু:খ , বেদনায় কেদে কেটে, স্তব্দ হয়ে গেছে মেয়েটি । বোবা চাহনিতে সে, বলে চলে সেইদিনের ভয়াবহতার কথা।