04/20/2025 জ্বালিয়ে দেওয়া গ্রামগুলোর দখল নেবে মিয়ানমার
ডেক্সবার্তা
২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২৪
রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের পুড়িয়ে দেওয়া গ্রামগুলো অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। দখলকৃত গ্রামগুলোকে ঘিরে পুনঃউন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। মিয়ানমারের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, সরকারের তত্ত্বাবধানেই গ্রামগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন হবে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সামাজিক উন্নয়ন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী উইন মিয়াত আয়ে আগুনে পুড়ে ফাঁকা হয়ে যাওয়া ভূমি অধিগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাখাইনের সিত্তেতে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ‘আইন অনুযায়ী, পুড়ে যাওয়া ভূমি সরকারি ব্যবস্থাধীন ভূমিতে পরিণত হয়।’ দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি আইনকে উদ্ধৃত করে উইন মিয়াত বলেন, পুনঃউন্নয়নমূলক কর্মকাণ্ড ‘বেশ কার্যকর’ হবে। সংঘাতসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনের কাজ সরকারের তত্ত্বাবধানে করার কথা ওই আইনে বলা আছে বলে উল্লেখ করেন তিনি।