04/19/2025 সরকারি হাসপাতালে ৫০ টাকায় করানো যাবে ডেঙ্গু পরীক্ষা
অনলাইন ডেস্ক
১২ জুলাই ২০২৩ ২২:০১
দেশের সব সরকারি হাসপাতালে আগামী একমাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বলে আজ বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।
ডেঙ্গুর লক্ষণ :
তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরে র্যাশ ওঠা, শরীরে লালচে দানা ও পাতলা পায়খানা।