04/11/2025 দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজী, মৃত্যু ১০৩ জনের
অনলাইন ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ২১:০৬
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে রেকর্ড সংখ্যক হাজি মারা গেছেন। চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন এবং দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজী।
এর মধ্যে সর্বশেষ বুধবার মারা গেছেন দু’জন। এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন বলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে।
আগামী ২ আগস্ট শেষ হবে ফিরতি ফ্লাইট। এর মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।
হাব জানিয়েছে, চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃতদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১ বছরের মধ্যে। এদের মধ্যে ৭৮ জন পুরুষ ও ২৫ জন নারী।