05/05/2025 শেখা হাসিনার কারামুক্তিতে বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি
অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ০০:৫৯
২০০৭ সালের ১৬ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী,দেশরত্ন শেখ হাসিনাকে তখনকার ১/১১-এর সরকার ষড়যন্ত্রভাবে সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘ ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন স্বৈরাচারী সরকার তাঁকে জনগণের চাপে মুক্তি দিতে বাধ্য হয়।
এই দিনটির স্মরণে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ ফ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক আ ব ম।ফারুক আজ এক যুক্ত বিবৃতিতে বলেন-
২০০৭ সালের এই দিনে প্রতি প্রত্যুষে জননেত্রী শেখ হাসিনার যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন তার কৃত কোনোও অপরাধ ছাড়াই হাজারখানেক পুলিশ ও র্যাব তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাড়ি ঘিরে ফেলে এবং অত্যন্ত অসৌজন্যমূলকভাবে নেত্রীকে গ্রেফতার করে নিয়ে যায়। সেই কাকডাকা ভোরেও তাৎক্ষণিক খবর পেয়ে আশেপাশের দলীয় কর্মীরা অত্যন্ত সাহসিকতার সাথে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এই অন্যায় গ্রেফতারে দীর্ঘক্ষণ বাধা দেয়। সেই সংঘর্ষে অনেকে আহত হয়। কিন্তু র্যাব ও পুলিশ আরো জন রোষের ভয়ে দ্রুত নেত্রীকে নিয়ে সেই স্থান ত্যাগ করে সেই ভোরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এরপর আদালত শুরুর দুই ঘন্টা বাকি থাকতেই আদেশ নিয়ে ষড়যন্ত্রমাফিক তাকে কারাবাসে পাঠানো হয়। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণের একটি খালি ভবনকে স্বৈরতান্ত্রিকভাবে সাব জেল ঘোষণা করে দৈনন্দিন অতি প্রয়োজনীয় উপকরণাদি ছাড়াই তাকে সেখানে কড়া পাহারায় নির্জন ভবনের রাখা হয়। দেশের অন্যান্য গণতন্ত্রকামী সংগঠনগুলোর সাথে বঙ্গবন্ধু পরিষদও এই ধরনের অসম্মানজনক আচরণের ও অকস্মাৎ নাটকীয় ও অন্যায়ভাবে কারাগারে পাঠানো তীব্র নিন্দা করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করে।
১৬ জুলাই ২০০৭ বাংলাদেশের জন্য তাই ইতিহাসের শুধু একটি বেদনাদায়ক ঘটনায় নয় একই সাথে গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র অত্যাচারের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে ওবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয় তার শেখার দিন এবং মনে রাখার দিন।
আজকের এই দিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা অকুতোভয় জননেত্রী শেখ হাসিনা, তাঁর দারুন একাত্ম পরিবারবর্গ, তাঁকে ভালোবাসা প্রবল সংগ্রামী দেশবাসী, তার সহমর্মী রাজনৈতিক সহচরবৃন্দ ও দেশে-বিদেশে সেই আন্দোলনে অংশগ্রহণকারী বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দকে সশ্রদ্ধ সালাম জানাই।