10/20/2025 দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে বাংলাদেশ নারী দলের হার
স্পোর্ট ডেস্ক
১৯ July ২০২৩ ২৩:৫১
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ ও ভারত। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২২৯ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১০৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে নিগার সুলতানাদের।
প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। তাই আজ জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের হয়ে যেত। ২২৯ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৬ রান। এরপর আর ১৪ রান তুলতে গিয়ে হারায় বাকি ৭ উইকেট।