04/19/2025 আবারও ঢাকা ওয়াসার এমডি হচ্ছেন তাকসিম এ খান
অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৩ ১৪:৪৩
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও তিন বছরের জন্য নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান। তার নিয়োগপত্রে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন। এবার নিয়োগপত্র মন্ত্রণলায়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাবে যেকোনো সময়। ওয়াসার একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এবার নিয়োগ পেলে ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানের এটি সপ্তম নিয়োগ হবে। তিনি ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ওয়াসা সূত্রে জানা গেছে, সপ্তমবারের মতো তাকসিম এ খানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৯ সালের ১৪ অক্টোবর তিনি ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন। এরপর মেয়াদ বর্ধিত করে তাকে এখন পর্যন্ত এই পদে রেখেছে সরকার।