04/19/2025 লন্ডন থেকে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন প্রধানমন্ত্রী
ডেক্সবার্তা
৪ অক্টোবর ২০১৭ ১৮:৫৫
লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) ১০টি গুরুত্বপূর্ণ ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটন ছাড়েন তিনি।
বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, ‘লন্ডন থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ১০টি গুরুত্বপূর্ণ ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।’ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ৬১টি ফাইল ছেড়েছিলেন।
প্রেস সচিব বলেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী তার কার্যালয়কে নির্দেশ দিয়েছিলেন সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী তার কার্যালয়ের কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে জরুরি ফাইলগুলো পাঠিয়েছেন।’ লন্ডন থেকেও প্রধানমন্ত্রী ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।