04/20/2025 এসএসসি পরীক্ষার ফলাফল জানার উপায়
অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৩ ১৬:০৬
আজ শুক্রবার এসএসসির ফল প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল ফোনের এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:
SSC স্পেস শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর(ময়মনসিংহের ক্ষেত্রে MYM) স্পেস রোল নাম্বার(যেমন: 123456) স্পেস পাশের সন (2023) লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: SSC MYM 123456 Send to 16222.
দাখিলের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষরের জায়গায় MAD এবং কারিগরির ক্ষেত্রে TEC লিখতে হবে।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।