04/22/2025 ভারতে ক্রেন ভেঙে পড়ে নিহত ১৬
অনলাইন ডেস্ক
১ আগস্ট ২০২৩ ১৯:৪৮
ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। মহারাষ্ট্রের থানে জেলার শাহপুর তেহসিলে আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং তিনজন আহত হয়েছে।
শাহপুর পুলিশ জানিয়েছে, ‘থানের শাহপুরের কাছে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় ১৬ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শাহপুরের খুতাদি সারলাম্বে গ্রামে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া