04/22/2025 ইসরায়েলি হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত
অনলাইন ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১৭:০৪
রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় চার সিরিয়ান সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘রবিবার রাত ২.২০ মিনিটে ইসরায়েলি শত্রুরা অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।
এই হামলায় চারজন সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে।’ সংস্থাটি আরো জানায়, হামলায় এলাকাগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।