05/10/2025 যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ
ডেক্সবার্তা
১৭ অক্টোবর ২০১৭ ১৭:১০
যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন রিয়ং। জাতিসংঘের নিরস্ত্রকরণ কমিটির এক বৈঠক সোমবার তিনি এ মন্তব্য করেন।
ইন রিয়ং বলেছেন, কোরীয় উপত্যকায় পরিস্থিতি এমন স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।
এর আগে জেনেভায় জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রদূত হান তায়ে সং বলেন, উন্নতির প্রায় চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া উত্তর কোরিয়ার পরমাণু উন্নয়ন কার্যক্রমের লাগাম টেনে ধরার আদিম খেলায় মত্ত যুক্তরাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সংঘাতের কারণে ধ্বংস হবে।