04/20/2025 বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
ডেক্সবার্তা
২১ অক্টোবর ২০১৭ ১৮:১৫
বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন (মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও নরসিংদী) শনিবার ২১ অক্টোবর সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিদার। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য এ্ড. হোসনে আরা বেগম বাবলী। সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।