04/21/2025 বঙ্গবন্ধুর প্রতি ভারতের শ্রদ্ধা জ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৬ আগস্ট ২০২৩ ২০:০১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারত। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মনু ভার্মা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকায় ভারতীয় হাইকমিশন ফেসবুক বার্তায় জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা পন্ত বলেন, ভারতের ভবিষ্যৎ ও এর নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে যুক্ত।
'তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছি। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করতে পারেনি।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।