04/21/2025 ২১ আগস্ট হামলায় মদদ দিয়ে বিএনপি মানবতাবিরোধী অপরাধ করেছে: বঙ্গবন্ধু পরিষদ
অনলাইন ডেস্ক
২২ আগস্ট ২০২৩ ০৭:১০
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় মদদ দিয়ে বিএনপি সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে। এই অপরাধের সাথে জড়িত ও এর পেছনে কুশীলবদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। পাশাপাশি ২০০৪ সালে সংগঠিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক দ্রুত সম্পন্ন করে সেই রায়ের কপি জনসাধারণের জন্য উন্মুক্তের দাবি জানায় পরিষদ নেতৃবৃন্দ।
২১ আগস্ট ২০২৩ রাত ৮ টায় জননেত্রী শেখ হাসিনাকে নারকীয় হত্যার প্রতিবাদে আয়োজিত এক সেমিনারে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আমন্ত্রিত বিশেষজ্ঞ বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারে অংশ নিয়ে বক্তারা আরও বলেন বাংলাদেশের হত্যার রাজনীতির সংস্কৃতি তৈরি করে রাজনৈতিক ফাইদা লোটার দল বিএনপির প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে ও অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় দেশ বিদেশের পরিষদ সদস্যবৃন্দ ও দর্শক শ্রোতা যুক্ত ছিলেন। ওয়েবিনারটি দুটি অনলাইন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান বলেন ১৫ আগস্ট এর ঘটনার ধারাবাহিকতায় ২১ আগস্ট এর ঘটনা ঘটানো হয়েছে। ১৫ আগস্টের ঘটনায় কুশীলব ছিলেন জিয়াউর রহমান আর ২১ আগস্ট এর ঘটনায় কুশীলব ছিলেন তারই পুত্র তারেক রহমান। এই ঘটনার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা দরকার।
এর আগে বিকেলে গ্রেনেড হামলার অকুস্থল গুলিস্তান আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২১ আগস্ট এর নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পুষ্পস্তবক অর্পণ করেন।