04/20/2025 ১ লাখ ৭৬ হাজারবার বজ্রপাত
Mahbubur Rohman Polash
৩১ অক্টোবর ২০১৭ ০৯:৫৫
অধিকারপত্র ডেক্স:-কুইন্সল্যান্ডের আবহাওয়া ব্যুরো কড়া সতর্ক করে দিয়ে বলেছে, সামনের দিনগুলোতে এই রকমের বজ্রপাত আরও হবে, সাথে থাকবে প্রলয়ংকারী বাতাস ও শিলাবৃষ্টি। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল হাজার খানেক।
প্রতিকূল আবহাওয়ার অনেক ছবি তুলেছেন চিত্রগ্রাহকরা। তাতে ধরা পড়েছে আলোকোজ্জ্বল আকাশের বিভিন্ন মুহূর্তের ছবি।
ব্রিসবেনের চিত্রগ্রাহক স্টেফ ডয়েল বলেছেন, ঘণ্টা খানেক ধরে আকাশ বিদ্যুতায়িত ছিল, যেটিকে মোটেই স্বাভাবিক বলা যাবে না। স্থানীয় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জেক্স বলেন, ঝড়ের কারণে চার হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।