05/14/2025 টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ২২:১৭
এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকা শ্রীলঙ্কার মাঠেই আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।টাইগারদের আজকের একাদশে জায়গা হয়নি আফিফ হোসেন ও হাসান মাহমুদের। লিটন দাসের বিকল্প হিসেবে উড়ে যাওয়া এনামুল হক বিজয়ও ম্যাচটি দেখবেন ড্রেসিংরুমে বসে।
বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।