04/10/2025 বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫২
আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এই ধর্মমতের বিবরণ অনুযায়ী অতীতে এক সময় যখন পৃথিবীতে শান্তি,ন্যায় ও ধর্মের বদলে মানব সভ্যতায় প্রবল হিংসা, অন্যায় আচরণ ও অধর্মের প্রাদুর্ভাব ভীষণ বলীয়ান হয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে - তখন ভক্ত ও সাধারণের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে স্বয়ং ঈশ্বর এক অবতরণের রূপ নিয়ে আজকের দিনে পৃথিবীতে নেমে এসেছিলেন।
তখন তিনি পুরুষোত্তম রূপে "কৃষ্ণ" নাম ধারণ করেছিলেন। তিনি মানুষের বেশে মানুষের পরিবারেরই একজন হিসেবে মানুষের এই সমাজে বাস করে বিভিন্ন রূপে লড়াই করে, এমনকি যুদ্ধক্ষেত্রে অশুভ অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, সমাজে কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। মনুষ্যজীবনের অতি অন্তরঙ্গ অনুভূতি প্রেমের ক্ষেত্রেও তিনি কিংবদন্তি হয়ে বাংলাদেশ সহ সারা ভারতবর্ষে বিরাজমান। বাংলা সাহিত্য বিরহ ও মিলনকেন্দ্রিক যত প্রেমের গান আছে তাদের মধ্যে হাজার হাজার, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক গান রয়েছে রাধা-কৃষ্ণকে নিয়ে।
শুভ জন্মাষ্টমীর এই দিনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বঙ্গবন্ধু পরিষদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।