10/28/2025 বাংলাদেশের সিনেমা হলে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’
অনলাইন ডেস্ক
৭ September ২০২৩ ২৩:৫৫
শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আজ। বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছিল। আজ বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’। ফলে বাংলাদেশেও সারা বিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা।
'জওয়ান’-এর বাংলাদেশের পরিবেশক অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, বৃহস্পতিবার থেকেই একযোগে জওয়ান বাংলাদেশের ৪১টি সিনেমা হলে চলবে।
সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি। দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
’'জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরো আছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ।