04/22/2025 বাইডেন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী
আহসানুল ইসলাম আমিন
১৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:০০
নিজস্ব প্রতিবেদক:
জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনা শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। এসময় বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন জনগণের ভাগ্য উন্নয়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
এছাড়া পঁচাত্তরের ১৫ আগস্ট বাবা-মাসহ পুরো পরিবারকে হারানোর নির্মম ইতিহাসও জো বাইডেনকে জানানো হয়েছে বলেও জানান আব্দুল মোমেন।
তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ মার্কিন ভিসানীতি নিয়ে খুব একটা চিন্তিত নয়। তবে মার্কিন নতুন ভিসানীতি ঘোষণার পর স্কলারশিপ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, 'এটা আমাদের বিষয় না' বলে এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা কী নিয়ম-নীতি করে এটা তাদের মাথাব্যথা।
এদিকে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া সৌদি আরব, আরব আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও বাংলাদেশে উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।