বাংলাদেশে সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। এর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাজ্য সহযোগিতা করতেও প্রস্তুত আছে।
তবে বাংলাদেশ বলেছে, নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।নির্বাচন কমিশনেরও এ বিষয়ে যথেষ্ট সক্ষমতা আছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত সংলাপ শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানান।