04/20/2025 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর ড. ফখরুল ইসলাম
অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে।
নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম তাঁর অনুভূতি জানিয়ে বলেন, মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব।