04/22/2025 ইইউর পর্যবেক্ষক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৫
আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না এ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ইইউ নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও নির্বাচনের গ্রহণযোগ্যতায়ও কোনো প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলোও তাই বলে। তবে আমি এ ব্যাপারে এখনও কিছুই জানি না। অফিসে সকাল থেকে ছিলাম।
ইউরোপীয় ইউনিয়ন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কিছু জানানো হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে মুহূর্তে জানানো হবে, আপনাদের জানিয়ে দেওয়া হবে।