04/20/2025 মুন্সীগঞ্জে ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার
Mahbubur Rohman Polash
১১ নভেম্বর ২০১৭ ১৪:৪৬
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের হিন্দু বসতি এলাকা হিসেবে পরিচিত ফুরশাইল গ্রামের শতাধিক পরিবারের আতঙ্ক একটি বিশাল আকারের দিঘী।
দিঘীর পানির গভীরতা প্রচুর হওয়ায় প্রশ্বস্ত রাস্তা ভেঙ্গে চলে গেছে দিঘীর পেটে। ভেঙ্গে পড়ছে দিঘীটির পাড়ের গাছপালা। স্বচক্ষে দেখলে মনে হয় যেনো নদী ভাঙন চলছে। প্রায় ৩৫০ শতাংশের দিঘীটির চারদিক ঘিরে আছে হিন্দু জনগোষ্ঠীসহ শতাধিক ঘরবাড়ি। বেশীর ভাগই সংখ্যালঘু পরিবার । পাড় ধসে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে বাড়িঘরগুলো। চলাচলের রাস্তাও ধসে সংকীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যুতের খুঁটিও। শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা-যাওয়ায়ও ব্যাঘাত ঘটছে। এতে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
দিঘীটির মালিক ফুরশাইল গ্রামের সাত্তার দেওয়ান ও তার অপর ৪ ভাই। প্রায় দিনই মাছ ধরায় দিঘীর পাড় ভাঙছে বলে স্থানীয় বসবাসকারীদের অভিযোগ। মাটি খাড়া করে কাটা ও অতিবৃষ্টির কারণে সবার বাড়ির মাটি ভেঙ্গে গাছপালা দিঘীতে পড়ে যাচ্ছে।
৯অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজদিখান সহকারী কমিশনার (ভ’মি) নজরুল ইসলাম, ভ’মি অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম পুকুরটি সরেজমিনে পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শুনে সমস্যা সমাধানের পরিকল্পনা করেন ।
০৯.১১.২০১৭