05/14/2025 ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৭
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে একটি দেশ চলতে পারে না। কারও রাজত্ব কায়েম করার জন্য স্বাধীনতা হয়নি। দেশটা হীরক রাজার দেশে পরিণত হয়েছে। দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে। তাই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।
দড়িতে টান পড়লে বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতই হবে। দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে।
বিএনপি ঘোষিত এক দফার চূড়ান্ত আন্দোলন সফল করতে মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।