04/19/2025 ভোলা হবে সিঙ্গাপুরঃ তোফায়েল আহমেদ
Mahbubur Rohman Polash
১১ নভেম্বর ২০১৭ ১৬:৩৪
অধিকারপত্র
বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এম’পি বলেন, আজকের এই জনসভায় পঞ্চাশ হাজার লোকের সমাগম হয়েছে। এটাই প্রমাণ করে বোরহানউদ্দিন ও দৌলতখানে আলী আজম মুকুলের কোন বিকল্প নেই। আলী আজম মুকুল একজন আদর্শবান ও সৎ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুকুলকে অনেক স্নেহ করেন। আপনারা নিশ্চিত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কাউয়া কে আওয়ামী-লীগ থেকে নমিনেশন দিবে না।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী-লীগ কর্তৃক আয়োজিত জনসভায় বিএনপি’র গণঅভুত্থানের শক্তি নেই।
তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করতে বাধ্য হবে। তিনি আরো বলেন, ভোলা গ্যাসে ভাসছে। ভোলা হবে সিঙ্গাপুর। ভোলায় ৭০০ বিলিয়ন গ্যাস পাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন দিগন্তের উম্মোচন হয়েছে। বাংলাদেশের মধ্যে ভোলা হবে উন্নত জেলা আর উপজেলা মধ্যে বোরহানউদ্দিন হবে উন্নত উপজেলা।
তিনি বিএনপি জামায়েত জোটের ২০০১ সালে নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ওরা আমাকেসহ আমাদের পরিবারকে খুন মামলার আসামী করেছে। আমরা জনগনের উন্নয়নে বিশ্বাস করি। প্রতিশোধ, প্রতিহিংসায় বিশ্বাস করি না। তিনি আরো বলেন, ২০১৯ সালের আগে বোরহানউদ্দিন পৌর সভায় ঘরে ঘরে গ্যাস ও ভোলা সদর ও বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দেয়া হবে। ২০২১ সালে মধ্যে বাংলাদেশ হবে মধ্যেম আয়ের ডিজিটাল বাংলাদেশ। তিনি আরোও বলেন, বরিশাল-ভোলা ব্রীজ হলে পদ্মা সেতু দিয়ে ৫ ঘন্টায় ঢাকা যেতে পারবেন। সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি বিশেষ অতিথি’র বক্তব্যে বলেন, বোরহানউদ্দিন-দৌলতখান মানুষকে বাবা, মায়ের মত সেবা করছি এবং ভবিষ্যৎতেও এ ধারা অব্যহত থাকবে। বর্তমান সরকারের নেয়া উন্নয়ন মূলক কর্মকান্ড উল্লেখ করে বলেন, মেঘনার হাত থেকে রক্ষায় সিসি ব্লকের কাজ দ্রুত গিতে এগিয়ে চলছে। বর্তমান সরকার দুর্বার গতিতে উন্নয়ন করে যাচ্ছে।
আরোও বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস,এম গজনবী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির তালকুদার প্রমূখ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ। জনসভা অনুষ্ঠানে আ’লীগের নতুন সদস্য পদ সংগ্রহের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল এমপি আ’লীগের হাত ধরে আ’লীগের নতুন সদস্য পদ লাভ করেন এস,এম গজনবী, রেদোয়ান চৌধুরী নয়ন।