04/20/2025 প্রতিবন্ধির টাকা আত্মসাৎ
Mahbubur Rohman Polash
১১ নভেম্বর ২০১৭ ১৮:০৫
অধিকারপত্র
সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য (মহিলা মেম্বার) মেহের নিগার প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়,চান্দ্রেরচর গ্রামের ২ নং ওয়ার্ডের মনু মিয়ার মেয়ে
প্রতিবন্ধী নাজমা বেগম (৩০) ফয়জল হকের ছেলে প্রতিবন্ধী মোঃ নাদিম (২০) ও উক্ত ওয়ার্ডের খাসকান্দি গ্রামের হানিফের মেয়ে প্রতিবন্ধী ফুলবানু (৩০) সম্প্রুতি বালুচর শাখা সোনলী ব্যাংক থেকে মহিলা মেম্বার মেহের নিগারকে সাথে নিয়ে প্রতেকে ৭ হাজার ২শ টাকা করে প্রতিবন্ধি ভাতা উত্তোলন করেন । সেখান থেকে মেহের নিগার মেম্বার বিভিন্ন খরচ দেখিয়ে প্রতিবন্ধি নাজমার কাছ থেকে ৪হাজার ২শ টাকা,মো. নাদিমের কাছ থেকে ৩ হাজার ২শ টাকাএবং ফুলবানুর কাছ থেকে ৩ হাজার ২শ টাকা উৎকোষ নেয় ।
প্রতিবন্ধী নাজমা জানান,-‘আমি অচল মানুষ ভিক্ষা করে খাই,মেম্বার আমাকে ব্যাংকে নিয়ে নিজেই আমার ৭ হাজার ২ শ টাকা উঠিয়ে আমার হাতে ৩ হাজার টাকা ধরিয়ে দিয়ে ডর ভয় দেখিয়ে বলে কেউ যাতে না জানে বিভিন্ন জায়গায় স্যারদের টাকা দিতে হবে,এই জন্য বাকি টাকা রেখে দিলাম।’
প্রতিবন্ধী নাদিমের বাবার সাথে কথা বললে তিনি জানান ‘-টাকা উঠানোর দিন প্রতিবন্ধী নাদিমের সাথে তার মা ও ব্যাংকে যায়,মেম্বার নিজ হাতে টাকা উঠিয়ে নাদিমের মায়ের হাতে ৪ হাজার টাকা তুলে দিয়ে বলে বাকি টাকা বিভিন্ন অফিসারদের দেওয়ার জন্য কেটে রাখা হয়েছে। নাদিমের বাবা আরও জানান ,বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে মেম্বার আমাদের বাড়িতে আসে এবং নাদিমের মাকে বলে যে বড় স্যার আপনার সাথে কথা বলবে।কিন্তু প্রতিবন্ধী নাদিমের মা উক্ত স্যারের সাথে ফোনে কোন কথা বলেননি।’
মেহের নিগার মেম্বার জানান,‘আমি তাদের কাছ থেকে এমনি কোন টাকা-পয়সা নেইনি শুধু প্রতিবন্ধি নাজমাকে টাকা ধার দিয়েছিলাম সেই টাকা নিয়েছি ।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম বলেন,আমি সু-নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব তবে এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে বিষয়টি খোজ খবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ জানান,‘মহিলা মেম্বার মেহের নিগারের বিরুদ্ধে বয়স্ক ভাতা নিয়ে মৌখিক ভাবে একটা অভিযোগ পেয়েছি আর প্রতিবন্ধি ভাতার ব্যাপারে যদি আত্নসাতের অভিযোগ সত্যতা পাই তাহলে আইনগত ব্যবস্থা নিব।’