04/22/2025 ধীরগতির শহরের তালিকার শীর্ষে ঢাকা
অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৩
বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এছাড়া ধীরগতির শহরের তালিকায় থাকা শীর্ষ ২০টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও দুটি শহর। সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ।
ওই গবেষণা থেকে দেখা গেছে, দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলির শহরে যানবাহনে গড় গতি অন্তত ৫০ শতাংশ বেশি
তাদের হিসাবে, ধীরগতির শহরের তালিকায় একেবারে শীর্ষে আছে ঢাকা। সূচকে ০.৬০ পয়েন্ট নিয়ে ধীরগতির তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। ধীরগতির শীর্ষ ২০টি শহরের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের আরও দুটি শহর।
তালিকায় ৯ নম্বরে নাম আছে ময়মনসিংহ। সেই তালিকার ১২ নম্বরে রয়েছে ‘বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী’বলে খ্যাত চট্টগ্রাম।