04/22/2025 ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান
অনলাইন ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ১৮:২২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। গতকাল শনিবার ডিএমপির সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক নতুন কমিশনারকে দায়িত্বভার দেন।
বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুককে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। এর আগে তাকে বিদায়ী সালাম প্রদান করে ডিএমপির সুসজ্জিত একটি দল।
গত ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।