04/22/2025 দেশে বাল্যবিবাহের ঝুঁকিতে ৭০ শতাংশ কিশোরী!
অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ১০:৩১
দেশে মোট বিয়ের প্রায় ৪৫ শতাংশ বাল্যবিবাহ। অর্থাৎ ১৮ বছরের কম বয়সী মেয়েরা বিয়ের পিঁড়িতে বসছে। এদের মধ্যে প্রায় ৭ শতাংশ মেয়ের বয়স ১৫ বছরের নিচে। বাল্যবিবাহের ঝুঁকিতে আছে ৭০ শতাংশ কিশোরী।
ব্র্যাকের সোশ্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রটেকশন (সেলপ) কর্মসূচির আওতায় ‘বর্ন টু বি আ ব্রাইড’ শিরোনামে করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশের ২৭টি জেলার দুই হাজার ৮০টি গ্রামের ৫০ হাজার পরিবারের ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আগামী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়েছে।