04/22/2025 বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ১৪:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার চিকিৎসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রসঙ্গ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।