04/20/2025 সিরাজদিখানে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায়; নিন্ম বৃত্তরা ছাত্র/ছাত্রী বিপাকে
Mahbubur Rohman Polash
১৩ নভেম্বর ২০১৭ ১৯:৩১
সিরাজদিখান উপজেলার ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রায়টিতেই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানাগেছে, শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি ১৫৫০ টাকা থেকে হলেও আদায় করা হচ্ছে কয়েকগুন বেশী। এ নিয়ে অভিবাক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। সন্তানের উপর শিক্ষকরা নারাজ হবেন এ চিন্ত করে ক্ষুদ্ধ অভিবাবকরা মুখফুটে কিছু বলতে পারছেননা।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের এক অভিবাবক হতাশা প্রকাশ করে বলেন, আমি দিন মজুর মানুষ। অনেক কষ্টে ছেলেটাকে এ পর্যন্ত এনেছি। ফরম ফিলাপের এতো টাকা জোগাড় করতে পারছিনা। এখন ছেলেটার লেখাপড়া এখানেই থেমে যাবে।
শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের আরেক অভিবাবক জানান, সরকার যেখানে ফ্রি পড়ার সুযোগ করে দিচ্ছে সেখানে বিদ্যালয় গুলোর এরকম সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি এক বিষয়ে ফেল করার কারনে আমার ছেলের ফরম ফিলাপে ৪৫০০ টাকা দিতে হয়েছে। কিন্তু আমাদের বলার জায়গাটাও বন্ধ।
উপজেলার সৈয়দপুর ইচ্চ বিদূালয়ে ফি ৫০০০ রাজানগর বিদ্যালয়ের ফি ৪০০০ টাকা, কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪০০০ টাকা , বয়রাগাদি উচ্চ বিদ্যূালয়ের ফি-৪৫০০ । এছাড়াও কয়েটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অতিরিক্ত ফি নেওয়ার কথা স্বীকার করে জানান, উন্নয়ন ফি,প্রস্তুতিমুলক কোচিং ফি এর জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে রাজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন জানান বোর্ডের ১৫৫০ টাকা হলেও এখানে কেন্দ্র ফি,যাতায়ত বিভিন্ন খাত সহ আমরা ৩৬০০ টাকার মত নেই ।
শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ তালুকদার জানান, আমরা বোর্ড এর নিধারীত ফি নিচ্ছি। ৪৫০০ টাকার বিষয়ে চানতে টাইলে তিনি বলেন,কোচিং ও অন্যান্ন খাতের জন্য আমরা নিচ্ছি।
সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কায়ুম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অতিরিক্ত ফি আদায়ের ঘটনা আমি শুনেছি তবে আমাদের কাছে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।