04/21/2025 গাজা ছাড়ার সময় ইসরালের বিমান হামলায় নিহত ৭০
অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ১০:৫৩
গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। এতে অনেকেই প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, এমন একটি গাড়িবহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন।
শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যমটির সংবাদদাতারা জানিয়েছেন, ইসরায়েলের সতর্কবার্তার পর হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গাজার উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। তবে গাড়িবহরে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।