04/22/2025 ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে খরচ চায় ইইউ
অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩ ১০:০৬
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের এক্সপার্ট গ্রুপ (বিশেষজ্ঞদল) পাঠাবে। বিশেষজ্ঞ পর্যবেক্ষকদলের সদস্যসংখ্যা চারজন হতে পারে। সেই পর্যবেক্ষকদলের খরচ বাংলাদেশের কাছে চেয়েছে ইইউ।
গতকাল রবিবার ইইউয়ের একটি প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে এক বৈঠকে এমনটা জানিয়েছে।
নির্বাচনে ইইউয়ের ছোট আকারের পর্যবেক্ষকদল পাঠানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ‘তারা (ইইউ) ছোট দল পাঠাবে। তারা বলছে, ওই ছোট দলের খরচ আমাদের (বাংলাদেশ) দিতে হবে। আমরা এটাতে খুব আগ্রহী না। আমরা এখনো কোনো উত্তর দিইনি।