04/19/2025 রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহার
Mahbubur Rohman Polash
১৪ নভেম্বর ২০১৭ ১২:২৪
এ ব্যাপারে আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে কর্মীদের বলেন, “পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র আজ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে ”।এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন। প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ”।
প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি সিনহা। সেই ছুটি শেষে গত শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন। যদিও বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগের কারণে ৮১ দিন আগেই তার কার্যকাল শেষ হচ্ছে। ২০১৫ সালের ১৭ জানুয়ারি ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।