05/14/2025 অবশেষে হারের বৃত্ত ভেঙে শ্রীলঙ্কার প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৯:৪৮
হারের বৃত্ত অবশেষে ভাঙল শ্রীলঙ্কার। টানা তিন হারের পর বিশ্বকাপে প্রথম জয় পেল ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অঘটন ঘটানো নেদারল্যান্ডসকে লঙ্কানরা হারিয়েছে ৫ উইকেটে।
ডাচদের ২৬২ রান সাদিরা সামারাবিক্রমা এবং পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে ১০ বল বাকি থাকতে ছাড়িয়ে গিয়ে জয়োৎসব করে কুশল মেন্ডিসের দল। এর আগে সাইব্রান্ড এনগালব্রেখট এবং লোগান ফন বিকের হাফসেঞ্চুরিতে ২৬২ রানের লড়াকু পুঁজি গড়ে নেদারল্যান্ডস।