05/25/2025 চট্টগ্রাম থেকে আজ পরীক্ষামূলক ট্রেন যাচ্ছে কক্সবাজার
অনলাইন ডেস্ক
৫ নভেম্বর ২০২৩ ১২:৩০
বন্দরনগর চট্টগ্রাম থেকে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে কক্সবাজার যাচ্ছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হয়। এর আগে সকাল সোয়া নয়টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়। সাতটি বগির এ ট্রেনে রেলওয়ের পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক দল রয়েছেন।
নবনির্মিত এই চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথটি আগামী ১১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সপ্তাহ দুয়েকের মধ্যে এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (অতি: দায়িত্ব) মো. নাজমুল ইসলাম আজ সকালে বলেন, আমরা ৭টি বগিতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছি। কক্সবাজার যাওয়ার পথে নবনির্মিত রেলপথ, ব্রিজ, স্টেশন, সিন্যালিং সিস্টেমসহ যাবতীয় নির্মাণ কাজ পরিদর্শন করা হবে।