রাজধানীর তাঁতিবাজার মোড়ে দিশারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম।
তিনি বলেন, দিশারী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।