04/22/2025 নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : সিইসি
অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ১৫:৪৭
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ হয়েছে। আমরা ওনাকে জানিয়েছি যে নির্বাচন অত্যাসন্ন। জানিয়েছি, আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আজকে ওনার সঙ্গে মতবিনিময় করে গেলাম। পরে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।'
আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হচ্ছে কি না সে প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা এটার ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে আমরা দ্রুত তফসিল ঘোষণা করব।