04/19/2025 আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে পছন্দ করে না : ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
২০ নভেম্বর ২০১৭ ১৯:২৪
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন , আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতা যেতে চায় না ।এরকম মন্তব্য করে কাদের বলেছেন, সরকার আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। সোমবার ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে এ কথা সাংবাদিকদের বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে, বিচার কার্যক্রমে এগিয়ে চলছে। সেই মামলায় শেষ পর্যন্ত একটা রায় হবে। সেই রায়ে বেগম জিয়া দণ্ডিত হবেন/না খালাস হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
“তবে সরকার আন্তরিকভাবে চায় বিএনপি গতবার যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নির্বাচনে আসুক।”
সৈয়দপুরে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৈয়দপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু হয়নি। এটিকে নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নেই।
দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভরাটি কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ ডিসেম্বরে মধ্যে এটির কাজ শেষ করবে সেনাবাহিনী।
এ সময় প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যনেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।