04/22/2025 নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭ টায়
অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১১:৫৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যা সাতটায়। এ সময় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, বিকেল ৫টায় ইসির ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে।
ইসি সচিব বলেন, সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষদিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। এসব সিদ্ধান্তের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে সরাসরি ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। এ ঘোষণাতে নির্বাচনের ভোটগ্রহণের তারিখসহ তফসিল ঘোষণা করা হবে।