04/22/2025 আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু: পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৭:২৬
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন অবশ্যই, অবশ্যই হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল আছে গণ্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। অন্য দেশের মানুষকে এনে বিচার করতে চায়।
এই বিচার আমরা মানি না। আমাদের আইন-কানুন আমরা মানি। আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু, আমাদের মালিক না। মালিক আল্লাহ।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।