04/22/2025 দেশের মানুষ এখন হরতাল অবরোধ চায় না: খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩ ১৫:০৯
খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা হরতাল-অবরোধ মানি না, কেউ লাঠি নিয়ে মাঠে নামলে, কেউ আগুন সন্ত্রাস করলে আমরা তা প্রতিহত করব।
সাধন চন্দ্র মজুমবার বলেন, ‘হরতাল-অবরোধে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি হোক, আমরা তা বরদাস্ত করব না। দেশের মানুষও এখন হরতাল অবরোধ চায় না।
১৭ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কেনার পূর্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন।