04/19/2025 ঢাকা-৬ নির্বাচনী এলাকায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের হরতাল বিরোধী মিছিল ও অবস্থান
odhikar patra
১৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৯
১৯ ই নভেম্বর ২০২৩, ঢাকা।
বিএনপি-জামাতের ডাকা অবরোধের নামে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা-৬ নির্বাচনী এলাকায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা কোতোয়ালি থানার অন্তর্গত সদরঘাট সাইকেল মার্কেট মাঠে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। আশপাশের এলাকায় মিছিল করে
অবস্থান কর্মসূচি ও মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি আলী আকবর বাবুল। প্রধান অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাভাপতি মাইন উদ্দিন রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান পলাশ,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সরদার মোহাম্মদ আলী মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সদস্য এমআর মিঠু সহ ১১টি ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক সহ শতশত নেতাকর্মী।