04/22/2025 এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি'
অনলাইন ডেস্ক
২০ নভেম্বর ২০২৩ ১৪:০১
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তবে মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে দলটি।
জাপা মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয় এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
আজ সোমবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।