04/21/2025 মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীন ও ভারতের
অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩ ১৪:৩৪
মালয়েশিয়া ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্থানীয় সময় রবিবার গভীর রাতে তাঁর পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা দেন।
কতদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে বলেননি। তবে ঘোষণা অনুযায়ী চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন।
মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯.১৬ মিলিয়ন পর্যটক আগমনের রেকর্ড করেছে। যার মধ্যে চীন থেকে চার লাখ ৯৮ হাজার ৫৪০ এবং ভারত থেকে দুই লাখ ৮৩ হাজোরে ৮৮৫ জন পর্যটক এসেছে।
পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতিবেশি থাইল্যান্ডের দেখাদেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া।
সূত্র: রয়টার্স