10/28/2025 ‘মোবারকনামা’ নিয়ে আসছেন মোশাররফ করিম
অনলাইন ডেস্ক
২৯ November ২০২৩ ১৪:১৮
দুই বাংলায় হৈচৈ ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। ‘মহানগর’ ওয়েব সিরিজের দুর্দান্ত সাফল্যের পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কাজের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। এবার জানা গেল, নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছে এই প্ল্যাটফর্ম। ওয়েব সিরিজের নাম ‘মোবারকনামা’।
এটি নির্মাণ করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজের মোবারক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
সম্প্রতি শেষ হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ।ডিসেম্বরে মুক্তি পেতে পারে ‘মোবারকনামা’ সিরিজটি।