04/20/2025 ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩ ১৬:৪০
ঢাবি প্রতিনিধি: আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ৯০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে পতাকাটি উন্মোচন করে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় তারা সংহতি সরূপ কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন। অতঃপর রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা, ইংরেজি, উর্দূ, আরবী, হিন্দি, চায়না, গ্রীক - সহ বিভিন্ন ভাষায় লিখিত প্লে - কার্ড হাতে দাড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। একইসাথে, ফিলিস্তিনি মুক্তিকামী জনগণকে সাহায্য পাঠানোর নিমিত্তে অনুদান সংগ্রহ করতে দেখা যায় কিছু শিক্ষার্থীদের।
কর্মসূচিটিতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, মুসলমানদের শত্রুরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মন কাদে সেই ফিলিস্তিনি মজলুমদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০২১ সালে পাসপোর্টে ‘Except Israyel’ যে কথাটা ছিলো, এই শব্দযুগল উঠিয়ে দেয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের পাসপোর্টে ‘Except Israyel’ কথাটি আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে কখনো স্বীকৃতি দেয় না। তাই ইসরায়েলের সাথে বাংলাদেশের প্রকাশ্যে কিংবা গোপনে কোনরূপ সম্পর্ক থাকতে পারে না।
ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, আমরা চাই ফিলিস্তিন স্বাধীনভাবে বিশ্বমানচিত্রে স্থান পাক। জায়নবাদীদের আলাদা রাষ্ট্র বিনির্মাণের উগ্রবাদী চিন্তার নিপাত যাক। শুধু মুসলিম নয় বর্তমানে সকল ধর্ম, এমনকি অনেক ইহুদিরাও তাদের উগ্রবাদী আচরণের প্রতিবাদ করছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে শরীক হয়েছি। আমরা চাই আজকের এই কর্মসূচি সমগ্র দেশে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের প্রতিটি জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হোক।
শিক্ষার্থীদের এই ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামক কর্মসূচিতে সংহতি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।