04/20/2025 ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩ ১৬:৪৭
ঢাবি প্রতিনিধি: আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপি পন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাদা দলের আহবায়ক ও শিক্ষক সমিতির বর্তমান সহ-সভাপতি ড. লুৎফুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তি পাঠ করেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. লুৎফুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনারা লক্ষ করেছেন যে, বর্তমান প্রশাসনের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ উদার ও গণতান্ত্রিক চরিত্রটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। গত প্রায় দের দশক ধরে সরকারের সমর্থিত প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও ব্যাপক মাত্রায় দলীয়করণ করা হয়েছে। শিক্ষক নিয়োগে অনেক ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেয়া হয়েছে। ভিন্নমত এবং আদর্শের শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি না দেয়াসহ তাদের নানাভাবে হয়রানির কথাও সকলের জানা। হল প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র একদলীয় নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা হয়েছে। হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল দলমতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে ভুলুন্ঠিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের কাছেই নয়, গোটা জাতির কাছে শিক্ষক সমিতি নির্বাচন সবসময়ই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে বিশ্বাসী বলে দলটি বিশ্ববিদ্যালয়ের সকল ফোরামের নির্বাচনে দলটি সবসময় অংশ নিয়ে আসছে। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের পরিবেশ অনুকূল বলে আমরা মনে করি না। দেশে একটি এক তরফা জাতীয় নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান সরকার এবং তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।
এর প্রতিবাদে গণতান্ত্রিক শক্তিসমূহের পরিচালিত আন্দোলনে আমরাও সমর্থন জানিয়ে আসছি। আমরা মনে করি দেশে বিরাজমান পরিস্থিতিতে আসন্ন শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। আমরা চাইনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এমন শিক্ষক সমিতি নির্বাচিত হোক যেটি ভোটাধিকার হরণকারী অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট সরকারের হাতকে শক্তিশালী করবে। তাই গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সাদা দলের সাধারণ সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাদা দল আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন ২০২৪’ বর্জন করছে।